খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬:
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপিকে সমাবেশ করতে না দেয়া সহ বিভিন্ন ইস্যু নিয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
আজ দুপুর বারোটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গতরাতে এ তথ্য জানান।
উল্লেখ্য, ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোহরাওয়ার্দীতে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু পুলিশ সেখানে সমাবেশের অনুমতি দেয়নি। এরপরই দলটি নয়া পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে। কিন্তু গতকাল রাত বারোটা পর্যন্ত অনুমতির ব্যাপারে কোনো জানানো হয়নি বলে বিএনপি নেতারা জানিয়েছেন। এসব ব্যাপার নিয়েই বিএনপির অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে কথা বলবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।