Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬: খুলনা বিজিবি হেডকোয়াটারে দুই দিনের বিজিবি বিএসএফের উচ্ছ পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগ দিতে উত্তর বঙ্গ বিএসএফের মহাপরিচালক কমল নয়ন চুবের নের্তৃত্বে২২সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে এসেছে। সীমান্তে ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে অভ্যার্থনা জানায় বিজিবি- পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় বেনাপোল বিজিবি কোম্পানী সদরে। গার্ড অব অনার প্রদর্শন করা হয়। খুলনা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল ও কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাহবুব হোসেনের নের্তৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল ভারতীয় প্রতিনিধি দলকে বরন করে নেন।

বাংলাদেশ রংপুর বিজিবির রিজিয়ন্যাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহম্মেদ চৌধুরীর নের্তৃত্বে ২২সদস্যের প্রতিনিধি দল জয়েন্ট কো অডিনেশনাল সীমান্ত সম্মেলনে অংশগ্রহন করবেন। এসময় উপস্তিত থাকবেন-ভারতের দক্ষিনবঙ্গ বিএসএফের আইজি ম্রী পেনডিয়া সিথারম,গৌহাটি বিএসএফ আইজি মধু সুধন শর্মা সহ প্রশাসনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা।

যশোর ২৬বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল জাহাঙ্গীর হোসেন ও চুয়াযাঙ্গা বিজিবি ব্যাটলিয়নের টু আইসি মেজর মঈন হোসেন বলেন,সীমান্ত সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ধরনের চোরাচালান নারী শিশু পাচার,অনুপ্রবেশ রোধ সীমান্ত চিহ্নিত করন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ৮ ও ৯তারিখে খুলনায় ১০ তারিখে ঢাকা সফর শেষে১১তারিখে ভারতে ফিরে যাবে প্রতিনিধি দলটি। পানি সম্পদ অধিদপ্তর,জরিপ অধিদপ্তর ও ফরেন এফেয়ার্স সহ বিভিন্ন দফতরের কর্মকতারা থাকবেন প্রতিনিধি দলে।

এ সম্মেলনের ফলে দু দেশের মধ্যে আরো সৌহার্দ পূর্ন সম্পর্ক গড়ে উঠবে বলে আশা করেন বিজিবি কর্মকর্তারা।