খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬: চাকুরী স্থায়ী করণের দাবিতে সারা দেশেরমত রংপুরেও পল্লীবিদ্যুৎ সমিতির-২ ইউনিটের সকল মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে গংগাচড়া,বদরগঞ্জ শাখার ২শতাধিক মিটার রিডার কর্মবিরতি পালন করছে। সমিতি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতী পালন করার সময় সমিতির আনছার সদস্যরা বাধা দেয়ায় বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে তারা পুনরায় কর্মবিরতীতে ফিরে এসে জানান দাবী মানা না পর্যন্ত কর্মবিরতি চলবে। গতকাল সকাল থেকে এ কর্মসুচি পালন করছে তারা।