খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬: গত ০৮ নভেম্বর, ২০১৬ শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, গ্রাহকদের আরো উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর ১৫৬তম শাখা হিসাবে লক্ষ্মীপুর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব এ.কে.এম শাহজাহান কামাল, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো: আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ হাবিব হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: মোস্তফা খায়ের, লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক জনাব তানভীর হোসেন চৌধুরী, বিপুল সংখ্যক গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপলক্ষ্যে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।