Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
image-4528-1478593927খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম জয়ের দেখা পেলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। একটি ভোটকেন্দ্রে জয়লাভ করেছেন হিলারি। কেন্দ্রটি হলো নিউ হ্যাম্পশায়ারের উত্তরে ছোট্ট শহর ডিক্সভিল নচে। যদিও ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ৮ জন।

৮টি ভোটের ৪টিই পেয়েছেন হিলারি ক্লিনটন, দু’টি ডোনাল্ড ট্রাম্পের বাক্সে। এছাড়া গেরি জনসন একটি এবং গেলোবারের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী রাইট-ইন পেয়েছেন একটি ভোট।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ডিক্সভিল নচে ৮ জন নাগরিক ভোট দেন। এসময় উপস্থিত ছিলেন শতাধিক গণমাধ্যমকর্মী। আন্তর্জাতিক গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় ভোটারদের ভোট দেয়ার দৃশ্য।