৮টি ভোটের ৪টিই পেয়েছেন হিলারি ক্লিনটন, দু’টি ডোনাল্ড ট্রাম্পের বাক্সে। এছাড়া গেরি জনসন একটি এবং গেলোবারের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী রাইট-ইন পেয়েছেন একটি ভোট।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ডিক্সভিল নচে ৮ জন নাগরিক ভোট দেন। এসময় উপস্থিত ছিলেন শতাধিক গণমাধ্যমকর্মী। আন্তর্জাতিক গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় ভোটারদের ভোট দেয়ার দৃশ্য।