খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দু বাড়িতে হামলাকারীরা কেউ ছাড় পাবে না বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সাম্প্রদায়িক এই হামলার নয় দিন পর মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে শেষে এক সমাবেশে তিনি বলেন, “বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতাকে মাথা চাড়া দিতে দেব না। হামলাকারী যারাই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বেলা সাড়ে ১২টার দিকে নাসিরনগরের ক্ষতিগ্রস্ত গৌর মন্দিরসহ কয়েকটি মন্দির পরিদর্শন করেন।
পরে জেলা পুলিশের আয়োজনে নাসিরনগর আশুতোষ পাইলট হাইস্কুলে আয়োজিত সর্বদলীয় ওই সমাবেশে বক্তৃতা দেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, আইজিপি শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সিআইডি প্রধান জাবেদ পাটোয়ারী, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি সফিকুল ইসলাম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান।
আইজিপি বলেন, “ভিডিও ফুটেজ দেখে ইতোমধ্যে অনেক হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার অভিযান চলছে, হামলাকারী কেউ রক্ষা পাবে না।”
হামলাকারীদের প্রত্যককে খুঁজে খুঁজে বের করা হবে ঘোষণা দিয়ে র্যাব মহাপরিচালক বলেন, “এদেশে কোনো সংখ্যালঘু নেই, সংখ্যালঘু হচ্ছে ক্রিমিনালরা।”
মন্দির ও হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় ক্ষমা প্রার্থনা করে ডিআইজ সফিকুল বলেন, এঘটনার সঙ্গে জড়িতরা যতো শক্তিশালীই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।
ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার পর নাগরিক সমাজের অব্যাহত প্রতিবাদের মধ্যেই বিচ্ছিন্নভাবে আরও হামলার ঘটনা ঘটে।
হামলার সময় পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয় ছিল বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলেও ঘটনার তিন দিন পর ঢাকায় এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী তা নাকচ করে দেন।
এর মধ্যে দায়িত্বে অবহেলার দায়ে নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জাম আহমদকে সরানো হয়েছে।
হামলার ঘটনার পর দিন স্থানীয় বারোয়ারি মন্দিরের পুরোহিতসহ দুই ব্যক্তি দুটি মামলা দায়ের করেন। প্রত্যেক মামলায় অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়েছে।
দুই মামলায় এ পর্যন্ত মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নাসিরনগর থানার ওসি আবু জাফর।