খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬
: ৮ নভেম্বর মঙ্গলবার ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট গাজী রবিউল ইসলাম সাগর, প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান চৌধুরী, নাবিহা রহমান, রাকেশ রহমান, আব্দুল মোকাদ্দিম, মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে শান্তিপুর্ণভাবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল। সেখানে পুলিশ অনুমতিতো দেয়নি বরং আজ সকাল থেকেই নয়াপল্টন কার্যালয়ে জলকামানসহ বিপুল সংখ্যক পুলিশ পার্টি অফিস ঘেরাও করে ফেলেছে। সকালে সেখান থেকে দু’জনকেও গ্রেফতার করা হয়েছে। যা রাজনীতির জন্য অত্যন্ত দুঃখজনক। ৭ নভেম্বর উপলক্ষে সরকারি দলের পক্ষ থেকে গতকাল প্রেসক্লাবের সামনে থেকে দফায় দফায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে সামনে ও পিছনে পুলিশী বেষ্টনী ছিল। অথচ বিরোধীদল যখন কোন কর্মসূচি পালন করতে চায় সেই কর্মসূচি শুধু বাধাগ্রস্তই করে না বরং হামলা-মামলা গ্রেফতার করে জনমনে আতঙ্কও সৃষ্টি করে। ইতিপূর্বে বিএনপির সহ দপ্তর সম্পাদক সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র আজ মুখ থুবড়ে পড়েছে। মানুষ তাদের বাক স্বাধীনতা হারিয়েছে। সংবাদপত্র প্রকৃত চিত্র তুলে ধরে সংবাদ পরিবেশন করতে পারছে না। ঠিক যেন বাকশালী মোড়কে ডিজিটাল গণতন্ত্রের প্রতিচ্ছবি দেখছে সাধারণ মানুষ। সরকার পুলিশকে যত্রতত্র ভাবে ব্যবহার করছে। পুশিলী নগ্ন ব্যবহারে দেশের সাধারণ মানুষ এখন জিম্মি হয়ে পড়েছে। সর্বত্র চলছে গণতন্ত্রের নামে পুলিশী শাসন। সেখানে সরকার নির্বিকার। কারণ, তারা র্যাব-পুলিশের উপর ভর করেই অবৈধ ক্ষমতা দখল করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে গণতন্ত্রকে সমান লেভেলে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং ৭ নভেম্বরকে কেন্দ্র করে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সকলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
