খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬:
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোষ্ট গার্ড। মঙ্গলবার (৮নভেম্বর) মেঘনা নদীতে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ভোর ৫ টার সময় গোপন সংবাদের ভিক্তিতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি প্রিন্স রাসেল-১ এ অভিযান চালিয়ে উক্ত মাছ জব্দ করা হয়। তবে সেখানে মাছের কোন মালিক পাওয়া যায়নি।
গজারিয়া কোষ্ট গার্ডের পেটি অফিসার জানান, ভোর ৫ টায় অভিযান চালানো হয়। আগে গোপন সংবাদ ছিল যাত্রীবাহী লঞ্চে জাটকা মাছ বহন করে টাকার উদ্দেশে রওয়না হয়েছে। লঞ্চটি গজারিয়া অংশে প্রবেশ করলে মালিকবিহীন উক্ত জাটকা মাছ জব্দ করা হয়। পরে উক্ত মাছ মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।