খোলা বাজার২৪, বুধবার, ৯ নভেম্বর ২০১৬ :সিলেটের গোয়াইনঘাটের সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ১ জন নিহত ও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম বাচ্ছু মিয়া (৩৫)। সে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের পশ্চিম পান্তুমাই গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র।
উপজেলার সোনার সীমান্ত ফাঁড়ির অদূরে সীমান্ত পিলার নং ১২৬৮ (এস এল) এর কাছে বুধবার ভোর রাতে এ মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, এ ঘটনায় অন্তত আরো ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ অবস্থায় ভারতেই আছেন বলে স্থানীয় ইউপি সদস্যসহ গ্রামবাসীরা জানান।