Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, বুধবার, ৯ নভেম্বর ২০১৬ :
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়তে পারলেন না হিলারি। নির্বাচনের আগে বেশিরভাগ জরিপেই হিলারির জয়ের পূর্বাভাস দিলেও নির্বাচনে ঘটেছে পুরোপরি উল্টো ঘটনা।

স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে জয়লাভ করবেন ডোনাল্ট ট্রাম্প তা এখন সময়ের ব্যাপার মাত্র।
অথচ নির্বাচনের আগে রিয়েল ক্লিয়ার পলিটিকস নামে একটি জনমত জরিপকারী সংস্থা ৫ নভেম্বর সর্বশেষ জরিপটি চালায়। ওই জরিপে কলোরাডো, ফ্লোরিডা, মিশিগান, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া ও উইসকনসিনে হিলারি বিজয় হবেন বলে বলা হয়। এসব স্টেটে নির্বাচকমণ্ডলীর সদস্য সংখ্যা সর্বমোট ৯৭। আর এর বাইরে আরিজোনা, জর্জিয়া, আইওয়া, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলিনা এবং ওহাইও স্টেটে ট্রাম্প বিজয়ী হবেন বলে জানানো হয়। এসব স্টেটে নির্বাচকমণ্ডলীর সংখ্যা ৭৬।
অর্থ এখানে পরিষ্কার। অর্থাৎ অনিশ্চিত এসব স্টেটেও হিলারি ক্লিনটন তার অবস্থান শক্তিশালী করেছিলেন বলে বলা হয়। কিন্তু তাতেও লাভ হয়নি।
এরআগেও সিএনএন, রয়টার্স, এনবিসি, নিউইয়র্ক টাইমসসহ প্রায় সব প্রতিষ্ঠানের পরিচালিত জরিপেই সবসময়ই এগিয়ে ছিলেন হিলারি। অন্যদিকে শুধু ফক্স নিউজ পরিচালিত জরিপে বলা হয়েছিলো ট্রাম্প জয়লাভ করবেন।
এ পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ৫৫৩টির ফলাফল জানা গেছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ২৪৪টি এবং হিলারি পেয়েছেন ২১৫টি ইলেক্টোরাল ভোট। সূত্র- বিবিসি, সিএনএন।
যিনি ২৭০টি ভোট নিশ্চিত করতে পারবেন, তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।