খোলা বাজার২৪, বুধবার, ৯ নভেম্বর ২০১৬ : যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হতে আর মাত্র ৪টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হতে ইলেক্টোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ্যে ২৭০টিতে জয় পেতে হবে প্রার্থীকে। ইলেক্টোরাল ভোটের মধ্যে ৪৭৯টির ফলাফল জানা গেছে। এর মধ্যে হিলারি পেয়েছেন ২১৮টি এবং ট্রাম্প পেয়েছেন ২৬৬টি।
দুই প্রার্থীই নিউইয়র্কে থেকে ফলাফল পর্যবেক্ষণ করবেন। দিনভর অনেক সংখ্যক ভোটারের উপস্থিতির খবর পাওয়া গেছে এবার পোলিং বুথ গুলোতে।
চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে অ্যারিজোনা, মিনেসোটা, উইসকনসিন এবং মিশিগান রাজ্যের ফলাফলের ওপর।