খোলা বাজার২৪, বুধবার, ৯ নভেম্বর ২০১৬ :
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

আজ বুধবার এক অভিনন্দন বার্তায় দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে আশা প্রখাম করেছেন যে, তার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্ব ব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নেতৃদ্বয় বলেন, ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে বাংলাদেশ ও আমিরিকার বন্ধুত্ব আরো বেশী সুদৃঢ় হবে এবং এ অঞ্চলের উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবেন।