Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
indexখোলা বাজার২৪, বুধবার, ৯ নভেম্বর ২০১৬ :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। তিনি এখন পর্যন্ত ২৯০ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর ডেমোক্রেটিক দলের হিলারি পেয়েছেন ২১৮ ভোট।

বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প ২৯০ টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে আলাবামায় ৯, আলাস্কায় ৩, আরিজোনায় ১১, আরকানসাসে ৬, ফ্লোরিডায় ২৯, জর্জিয়ায় ১৬, ইদাহোতে ৪, ইন্ডিয়ানায় ১১, আইওয়ায় ৬, কানসাসে ৬, কেন্টাকিতে ৮, লুইজিয়ানায় ৮, মেইনে ১, মিসিসিপিতে ৬, মিজৌরিতে ১০, মন্টানায় ৩, নেব্রাস্কায় ৫, নর্থ ক্যারোলাইনায় ১৫, নর্থ ডাকোটা ৩, ওহাইও ১৮, ওকলাহামায় ৭, পেনসিলভানিয়ায় ২০, সাউথ ক্যারোলাইনায় ৯, সাউথ ডাকোটায় ৩, টেনেসিতে ১১, টেক্সাসে ৩৮, উটাহ ৬, ওয়েস্ট ভার্জিনিয়ায় ৫, উইসকনসিনে ১০, ওমিংয়ে ৩ টি পেয়েছেন।
হিলারি ২১৮ টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ক্যালিফোর্নিয়ায় ৫৫, কলোরাডোয় ৯, কানেকটিকাটে ৭, ডেলাওয়ারে ৩, হাওয়াইয়ে ৪, ইলিনয়ে ২০, মেইনে (চারটির মধ্যে তিনটি), মেরিল্যান্ডে ১০, ম্যাসাচুয়েটসে ১১, নিউজার্সিতে ১৪, নিউ মেক্সিকোয় ৫, নেভাদায় ৬, নিউইয়র্কে ২৯, অরিগনে ৭, রড় আইল্যান্ডে ৪, ভারমন্টে ৩, ভার্জিনিয়ায় ১৩, ওয়াশিংটন স্টেটে ১২ ও ওয়াশিংটন ডিসিতে ৩ টি পেয়েছেন।