Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

77খোলা বাজার২৪, বুধবার, ৯ নভেম্বর ২০১৬ : নেতা-কর্মীদের জনকল্যাণে রাজনীতি করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজনীতি নিজের জন্য নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য করতে হবে।
এসময় সাধারণ মানুষের জন্য কাজ করে কীভাবে দ্রুত বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে আওয়ামী লীগ নেতাদের লিখিতভাবে ধারণা দেয়ারও নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের মূলতবি সভায় তিনি এসব নির্দেশনা দেন।
মঙ্গলবার টুঙ্গীপাড়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভাটি শেষ না করে মূলতবি ঘোষণা করা হয়েছিল। যা আবার পরদিন হলো।
সভায় যেকোনো ধরণের সন্ত্রাস, অশুভ শক্তি মোকাবেলা করতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।
তিনি বলেন, এ দেশে কোনো সন্ত্রাস-জঙ্গিবাদের স্থান হবে না। এ জন্য জনসম্পৃক্ততা দরকার। গণজাগরণ দরকার। এটা আমরা করতে পেরেছি। এখন জনগণকে সঙ্গে নিয়ে অশুভ শক্তির মোকাবেলা করতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধ করতে হবে।
মানুষ হত্যা, জ্বালাও পোড়াও এর সঙ্গে জড়িতদের বিচার করা হবে এমন হুশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি-জামায়াত) নির্বাচনের ঠেকানোর নামে, সরকার উৎখাতে আন্দোলনের নামে শত শত মানুষকে হত্যা করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে, সারা দেশে তাণ্ডব করেছে। তাদের বিচার হবে না! এদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। এগুলোও সন্ত্রাসী কর্মকাণ্ড।
এসময় যুদ্ধাপরাধীদের বিচারের মতো যারা যুদ্ধাপরাধীদের ম“ দিয়েছে, আশ্রয় ও পুর্নবাসন করেছে তাদেরও বিচার করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
সরকার তৃণমূল থেকে উন্নয়ন করে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যেন বিশ্ব সভায় মাথা উঁচু করে চলতে পারে সেভাবে দেশটাকে গড়ে তুলছি। সারা বিশ্ববাসী বলে এটা ঈর্ষণীয় উন্নয়ন। আমাদের আরো এগিয়ে যেতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। সরকারের পাশাপাশি আমাদের দলীয়ভাবে কাজ করতে হবে। দরিদ্র মানুষ কারা আছে তাদের তালিকা দলীয়ভাবেও করতে হবে। যারা দারিদ্রের কষাঘাতে জর্জরিত তাদের জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে কোনও অভাব থাকবে না। বাংলাদেশ হবে সম্পূর্ণ দারিদ্রমুক্ত, সমৃদ্ধ সোনার বাংলা। আওয়ামী লীগের লক্ষ্য সাধারণ মানুষের জন্য কাজ করা। বাংলাদেশকে কিভাবে দ্রুত উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে আওয়ামী লীগ নেতাদের তাদের ধারণাগুলো লিখিতভাবে জানানোর নির্দেশ দেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।