খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬ :
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে বিশ^জুড়ে বাণিজ্যে মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ বলেছেন, এর প্রভাব বাণিজ্যে পড়ার আশঙ্কা নেই বরং সরকার পরিবর্তনের ফলে আমরা কিছু পেতে পারি কী না তা ভেবে দেখে যেতে পারে।
বুধবার বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে যুক্তরাষ্ট্রসহ এশিয়া, ইউরোপের শেয়ারবাজারে ধস নেমেছে। বিশ^বাণিজ্যে জমেছে অনিশ্চয়তার মেঘ। তবে তাতে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেই মনে করেন এফবিসিসিআই সভাপতি।
বুধবার রাজধানীর ফেডারেশন ভবনে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সফফররত ১৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় বাংলাদেশের বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ার তেমন আশঙ্কা নেই। কারণ বড় দেশগুলোর ক্ষমতা পরিবর্তন হলেও তাদের অর্থনৈতিক কার্যক্রম ও দীর্ঘমেয়াদি নীতি খুব বেশি পরিবর্তন হয় না।
মাতলুব আহমাদ যোগ করেন, বারাক ওবামা সরকার থাকাকালেও আমরা জিএসপি পাইনি। তাই আমাদের হারানোর কিছু নেই। বরং সরকার পরিবর্তন হওয়ায় আমরা কিছু পেতে পারি কীনা তা ভেবে দেখা দরকার। সভায় প্রতিনিধি দলের প্রধান ও সিআইআই ইআর ইনভেস্টমেন্ট টাস্ক ফোর্সের চেয়ারম্যান অরুণ মিশ্র এবং এফবিসিসিআইয়ের পরিচালকবৃন্দ বক্তব্য রাখেন।