খোলা বাজার২৪, শনিবার, ১২ নভেম্বর ২০১৬:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে ডাল ধরেন, সে ডালই ভেঙে পড়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইলে শুক্রবার সন্ধ্যায় দশ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবন উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জন করে, মানুষ পুড়িয়ে, বেগম খালেদা জিয়া জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যে ডাল তিনি ধরেন, সে ডালই ভেঙে পড়ে। আর এ শোকে ব্যথায় তিনি কেঁদে বুক ভাসান। মাঝে মাঝে উন্নয়নের ধুয়া তুলে দেশকে অকার্যকর করার নকশা আঁকেন। কিন্তু এ নকশা জনগণ বুঝে গেছে। তারা উন্নয়ন ও শান্তি চায় বলেই এসব অপপ্রচারে মন না দিয়ে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে।”
তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন আলোকিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও বিদ্যুৎসহ সকল ক্ষেত্রেই দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে জঙ্গি-সন্ত্রাস শুরু করে। কিন্তু শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে মাত্র দু’মাসের ব্যবধানে জঙ্গি সমস্যার সমাধান হয়। খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে মানুষ পুড়িয়ে হত্যা করে এখন জনবিচ্ছিন্ন। তাই ভোটের মাধ্যমে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না।”
নাসিম বলেন, “দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। এরই মধ্যে সরকারদলীয় একজন সংসদ সদস্যকেও জেলে যেতে হয়েছে।”
সিরাজগঞ্জ পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহীন হাসানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল এম এ মুহী, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান প্রমুখ।
এর আগে মন্ত্রী প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে গান্ধাইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ত্রিতল ভবন উদ্বোধন করেন।