খোলা বাজার২৪, শনিবার, ১২ নভেম্বর ২০১৬:
রাজধানীর উত্তর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের ঘটনার প্রধান আসামি রুবেলকে (২৬) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সকালে র্যাব ১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন আহমেদ বিষয়টি জানান।
তিনি বলেন, রাতে বিমানবন্দর রেললাইন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার টাকা ও ওই তরুণীর ব্যবহৃত মোবাইল সেট পাওয়া যায়। এ বিষয়ে বেলা ১১টায় র্যাবের মিডিয়া কার্যালয়ে সংবাদ সম্মেলেন করা হবে বলেও জানান তিনি।
গত ২৬ অক্টোবর বাড্ডা এলাকার একটি বিউটি পার্লারের সামনে দুর্বৃত্তদের হাতে ওই তরুণী ধর্ষণের শিকার হন। ২৮ অক্টোবর তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি করে একটি মামলা করেন।