Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪, শনিবার, ১২ নভেম্বর ২০১৬: অসহনীয় পর্যায়ে পৌঁছেছে মোবাইল ফোনের কলড্রপ। প্রতিদিন কলড্রপ হচ্ছে প্রায় দেড় কোটি মিনিট। কলড্রপের ফলে এক মিনিট হিসেবে দৈনিক দেড় কোটি টাকা, আর বছরে গ্রাহকের ক্ষতি প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা। মোবাইল ফোন আপারেটরদের সংগঠন অ্যামটব বলছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই হার গ্রহণযোগ্য। এ ইস্যুতে টেলিযোগাযোগের নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ২২ নভেম্বর আয়োজন করতে যাচ্ছে গণশুনানির।

বিটিআরসির সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে সক্রিয় মোবাইল ফোন গ্রাহকসংখ্যা ১২ কোটি। আর অ্যামটবের তথ্য অনুযায়ী, দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটর দিয়ে প্রতিদিন মোট কলের সংখ্যা ১৬০ কোটি মিনিট। তাতে কলড্রপ হচ্ছে মাত্র ১ শতাংশ অর্থাৎ এক কোটি ৬০ লাখ মিনিট। কলড্রপে অতিষ্ঠ হয়ে মন্ত্রীরাও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ জানিয়েছিলেন। ক্ষতিপূরণসহ গেল বছরের জুন মাস থেকে এর সমস্যা সমাধানের সময়সীমা বেঁধে দিলেও তার বাস্তবায়ন হয়নি। উল্টো কলড্রপ বেড়েছে বলে অভিযোগ ভোগান্তির শিকার গ্রাহকদের।
কারিগরি সমস্যাকে দায়ী করে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস অব বাংলাদেশে (অ্যামটব) জানিয়েছে, কলড্রপের এই হার আন্তর্জাতিক সীমারেখা ৩ শতাংশ অতিক্রম করেনি।
অ্যামটবের মহাসচিব নুরুল কবির বলেন, ‘সব জায়গার কানেক্টিভিটি বা কানেকশনস একরকম নাও থাকতে পারে। ফাইবারের কারণে অনেক সময় কাটা পড়ছে। আবহাওয়াও অনেক সময় রেডিও কমিউনিকেশনকে বাধাগ্রস্ত করছে।’
অ্যামটবের দাবির পরিপ্রেক্ষিতে টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ফাইবার কাটা গেলে কোনো কলই করা যেত না। কাজেই এ দাবি অগ্রহণযোগ্য।
গ্রাহকদের আর্থিক ক্ষতি ফেরত দেয়ার দাবি জানিয়ে টেলিযোগাযোগের অর্থনীতি নিয়ে কাজ করা বিশেষজ্ঞ অধ্যাপক মাহবুব আলী বলেন, ইকোনমিক ভ্যালু অ্যাডের (মূল্য বাড়ানো) বদলে এখান থেকে চলে যাচ্ছে প্রতি মাসে প্রায় ৫০ কোটি টাকা, বছরে যেটা হচ্ছে ৬০০ কোটি টাকার মতো। এখানে একধরনের অলিগোপলিস্টিক নেচারের (মুষ্টিমেয় প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা) অবস্থা বিরাজ করছে।
ড. শাহজাহান মাহমুদ বলেন, কাস্টমারকে সার্ভ (সেবা) করার মতো এনাফ (পর্যাপ্ত) স্পেকট্রাম (তরঙ্গ) নাই। আমি মনে করি, তাদের স্পেকট্রাম নেয়া উচিত। আগামী ২২ নভেম্বর জনগণের একটা গণশুনানির বন্দোবস্ত করেছি। শুধু কলড্রপ তা না। আমাদের কাছে কমপ্লেইন (অভিযোগ) এসেছে, যে সমস্ত প্যাকেজ তাদের দেয়া হয় এত কমপ্লিকেটড (জটিল), অনেকে বলে যে স্যার টাকা-পয়সা দেয়ার সঙ্গে সঙ্গে ঘণ্টা খানেকের ভেতর টাকা চলে যায়।
অন্যদিকে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলছেন, মোবাইল ফোনের সেবা নিয়ে অভিযোগ জানতে এবার তারা সরাসরি যাচ্ছেন গ্রাহকদের কাছে। আগামী বছরের মাঝামাঝি সময় থেকে কলড্রপের পরিমাণ সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করেন তিনি।