খোলা বাজার২৪, শনিবার, ১২ নভেম্বর ২০১৬:
নিজেদের মাঠে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৫ রানে অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে এই ঘটনাকে দ্বিতীয় সর্বোচ্চ ধ্বস হিসেবে বর্ণনা করছে ক্রিকেট বিশ্লেষকরা। কেননা এর আগে তাদের সবচাইতে বাজে শুরুটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে। ১৯৭৮ সালে গাব্বায় ইংল্যান্ডের বিপক্ষে ৩১ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ১৭৭ রানে জয় পাওয়ায় সিরিজ ড্র করতে এই টেস্ট জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার। কিন্তু এদিনও ভাগ্য দেবী তাদের সহায় ছিল না। টসে হেরে বৃষ্টি-বিঘিœত ম্যাচে ব্যাটিংয়ে যায় তারা। ফলাফল হিসেবে ভেজা মাঠে দ্রুত ৫ উইকেট হারিয়ে বসে তারা যা অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচাইতে বাজে শুরু। নটিংহ্যামে ২০১৫ সালে ২১ রানে ৫ উইকেট হারিয়েছিল তারা। সেখানে এদিন ১৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে অজিরা। অস্ট্রেলিয়ার পক্ষে একমাত্র প্রতিরোধ ছিল স্টিভেন স্মিথ। দলীয় ২ রানে দুই উইকেট পতনের পর সে মাঠে নেমে অপরাজিত থাকেন ৪৮ রানে। ক্রিজের অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে আসা-যাওয়া চালু থাকায় শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি করা হয়নি তার।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ভেরনন ফিল্যান্ডার ২১ রান দিয়ে নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন কাইল অ্যাবট। ইএসপিএনক্রিকইনফো।