Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪, শনিবার, ১২ নভেম্বর ২০১৬:
ইরাকের মসুল শহরে বিশ্বাসঘাতকতার অভিযোগে ৪০ নিরীহ নাগরিককে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

গত মঙ্গলবার বেসামরিক নাগরিকদের হত্যার পর তাদের লাশ বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়ে রাখা হয় বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মোবাইল ফোন ব্যবহারে আইএসের নিষেধাজ্ঞার পরও একজন ব্যবহার করায় মসুলে এক লোককে উন্মুক্ত স্থানে গুলি করে হত্যা করা হয়েছে।
এদিকে, ইরাকের নিরাপত্তা বাহিনী মসুল শহরকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে অভিযান অব্যাহত রেখেছে।
জাতিসংঘ জানায়, গত বুধবারও তথ্য ফাঁস করার অভিযোগে মসুলের উত্তরে ঘাবাত সামরিক ঘাঁটিতে ২০ জনকে গুলি করে হত্যা করা হয়।
কিশোর ও কম বয়সী ছেলেদের যুদ্ধে ব্যবহার করায় আইএসের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আইএসের একটি ভিডিওচিত্রে দেখা যায়, গুপ্তবৃত্তির অভিযোগে চার লোককে গুলি করছে শিশুরা।
গত ৬ নভেম্বর আইএস জানায়, যুদ্ধক্ষেত্র থেকে চলে যাওয়ায় তারা সাত জঙ্গি সদস্যকে গলা কেটে হত্যা করেছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জাইদ রাদ আল-হুসেইন ইরাকি সরকারের প্রতি আহ্বান রেখে বলেছেন, আইএসের কাছ থেকে জায়গাগুলো দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আটক যোদ্ধা ও আইএসের সমর্থকদের আইন অনুযায়ী বিচার করতে হবে।