খোলা বাজার২৪, শনিবার, ১২ নভেম্বর ২০১৬:
আনা ইভানোভিচ। প্রাক্তন নাম্বার ওয়ান ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন টেনিস তারকা। বিশ্বজুড়েই ছড়িয়ে আছে তার অসংখ্য ভক্ত। এর মধ্যে কিন্তু বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিও আছেন, যিনি কদিন আগেই যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
হ্যাঁ পাঠক, ঠিকই ধরেছেন। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। ট্রাম্পের চোখে বিশ্বের সেরা সুন্দরী কে জানেন? আনা ইভানোভিচ!
অবশ্য ট্রাম্প ইভানোভিচকে নিয়ে এমন মন্তব্য করেছেন বছর তিনেক আগে সার্বিয়া সফরে গিয়ে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সার্বিয়া সফরের কথা স্মৃতিচারণা করেছে দেশটির সংবাদমাধ্যম।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প একজন ধনকুবের ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন। ২০১৩ সালে তিনি সার্বিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে দেশটির তখনকার ভাইস প্রেসিডেন্ট আইভিকা ড্যাসিকের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিলেন। তবে বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক ছাড়িয়ে ট্রাম্পের আলোচ্য বিষয় হয়ে উঠেছিলেন ইভানোভিচ।
সেই বৈঠকের স্মৃতিচারণা করে বর্তমানে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা ড্যাসিক বলেছেন, ‘১৫ মিনিট তিনি (ট্রাম্প) শুধু আনা ইভানোভিচকে নিয়েই কথা বলেছিলেন এবং তার চোখে সে (ইভানোভিচ) ছিল বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী ও টেনিস খেলোয়াড়।’
ট্রাম্প কেন ইভানোভিচকে নিয়ে অমন মন্তব্য করেছিলেন? সাংবাদিকদের এমন প্রশ্নে ড্যাসিক বলেছেন, ‘আনা এমন একজন যে তার কৃতিত্ব নিতে পারে, তিনি (ট্রাম্প) ওর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন।’
২০০৮ সালে একমাত্র গ্র্যান্ড স্লাম জয়ী ইভানোভিচ ২০১৪ সালে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন। সে সময় নিজের টুইটারে একটি ছবি পোস্ট করে সার্বিয়ান টেনিস তারকা লিখেছিলেন, ‘বসের সঙ্গে দেখা করলাম।’
ইভানোভিচের কিন্তু আরেকটি পরিচয় আছে। এ বছরের জুলাইয়ে তিনি বিয়ে করেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে।