Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখোলা বাজার২৪, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬:  বাংলাদেশ নৌবাহিনীতে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ শান্তিকালীন পদক পাচ্ছেন ২১ কর্মকর্তা। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি শান্তিকালীন পদক দিতে সরকারের সম্মতি সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণলায়ের যুগ্মসচিব এসএম আবুল কালাম আজাদ।
আদেশে বলা হয়েছে, অসামান্য সেবা পদক পাচ্ছেন ক্যাপ্টেন এম কামরুল হক চৌধুরী ও ক্যাপ্টেন এম রুহুল মিনহাজ।
বিশিষ্ট সেবা পদক পাচ্ছেন, কমান্ডার আবু মো. আকিক ও কমান্ডার এম সাইফুর রহমান।
ক্যাপ্টেন আবু মোহাম্মদ কামরুল হক, ক্যাপ্টেন এম কাউসার আলম, ক্যাপ্টেন এম শরিফ উদ্দিন ভূঁইয়া, কমান্ডার এমএম নাঈম রহমান নৌ গৌরব পদক পাবেন।
নৌ উৎকর্ষ পদক পাচ্ছেন কমান্ডার এম সাইফুল ইসলাম, কমান্ডার এসএম আতিকুর রহমান, কমান্ডার এমএস হাসান, কমান্ডার সানাউল নোমান, লে. কমান্ডার জাকারিয়া মাহদী ইমাম, এমসিপিও-আর (মাস্টার চিফ পেটি অফিসার-রেডিও অ্যান্ড ইলেকট্রিক্যাল) পি কে আইচ ও সিপিও (চিফ পেটি অফিসার) এম এন আলম।
এছাড়া নৌ পারদর্শিতা পদক পাচ্ছেন ক্যাপ্টেন এম বেনজীর মাহমুদ, কমান্ডার এম শরিফ-উল ইসলাম, এমসিপিও (মাস্টার চিফ পেটি অফিসার) মোহাম্মদ জাফর আলম চৌধুরী, চিফআরইএ (প্রধান রেডিও অ্যান্ড ইলেকট্রিক্যাল অফিসার) মো. রাশিদুল ইসলাম, এসসিপিও-এক্স (সিনিয়র চিফ পেটি অফিসার-এক্সিকিউটিভ ব্রাঞ্চ) এম সামিদুল ইসলাম ও পিও (পেটি অফিসার) এস কে বড়ুয়া।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীতদের হাতে পদক তুলে দেয়ার কথা রয়েছে।