খোলা বাজার২৪, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬: এক ভয়ঙ্কর ব্যাটসম্যান যোগ দিয়েছেন মাশরাফি বিন মুতর্জার দলে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরে নিতান্তই একটি সাদামাটা দল নিয়ে শিরোপা জয় করে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
তবে বিপিএলের চতুর্থ আসরে খেলতে নেমে এখন পর্যন্ত ব্যর্থতার বেড়াজালেই আবদ্ধ রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
চলতি বিপিএল আসরে ২ ম্যাচ খেলে একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পারেনি কুমিল্লা।
এনিয়ে বেশ হতাশার মধ্যেই আছে দলটি। তবে মাশরাফি বাহিনীর জন্য স্বস্তির বার্তা হলো কুমিল্লার হয়ে খেলতে ইতিমধ্যে ঢাকায় পা রেখেছেন নেদারল্যান্ডসের অন্যতম সেরা ব্যাটসম্যান রায়ান টেন ডেসকাট।
পরবর্তী ম্যাচে কুমিল্লার হয়ে মাঠেও নামতে পারেন তিনি। তবে শুধু ডেসকাটই নন, কুমিল্লা দলে আরও যোগ দেয়ার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোভম্যান পাওয়েল এবং শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারার।
আজ রোববার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটান্স। এখানে দেখা যেতে পারে ডেসকাটকে।