খোলা বাজার২৪, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬:
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আদর্শ গ্রামের হামিউচ্ছুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সকাল-সন্ধ্যা দুই দফায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার হাটহাজারী পৌরসভার পশ্চিমে মধ্যম পাহাড়তলী আদর্শ গ্রাম প্রকাশ গুচ্ছ গ্রামের উক্ত মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিনের মত সকাল সাড়ে ৮টায় মাদ্রসায় যাওয়ার সময় এলাকার কয়েকজন যুবক শিক্ষার্থীদের গতিরোধ করে রিক্সার চেইন, লাঠি-সোঠা নিয়ে একত্রিত হয়ে অতর্কিতভাবে শিক্ষার্থীর উপর চড়াও হয়ে তাদেরকে বেধড়ক পিঠুনি দেয়।
এ সময় ২১ জন শিক্ষার্থী আহত হয় বলে জানান মাদ্রসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুফতি মো. এমদাদুল্লাহ। কিন্তু অপর পক্ষের আদর্শ গ্রামের সরকার দলীয় কর্মী কামাল উদ্দিন জানান, মাদ্রসার প্রতিষ্ঠাতা এমদাদ হুজুরের নেতৃত্বে আমাদের গ্রামবাসীর উপর মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে হামলা চালায়। এতে ৯ জন গ্রামবাসী আহত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
সংঘর্ষের খবর পেয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দীন জাহাংগীর এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ভূদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। দুই পক্ষের সাথে সমঝোতা বৈঠকে অবস্থান করছেন বলে গণমাধ্যমকে জানান। তিনি জানান, আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো থানায় কোন মামলা হয়নি।