Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

64খোলা বাজার২৪, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬:
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় বাংলাদেশেও কমল সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ দেড় হাজার টাকা কমেছে।

রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নতুন মূল্য সোমবার থেকে কার্যকর হবে। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় শনিবার দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। এর আগে গত ২৬ জুন ভরিতে সোনার দাম এক হাজার ২২৪ টাকা বাড়ানো হয়েছিল।
সোমবার থেকে সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ৪৬ হাজার ৮৮৯ টাকা। বর্তমানে এ দাম ৪৮ হাজার ৩৪৭ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রোববার পর্যন্ত ৪৬ হাজার ১৮৯ টাকা, একদিন পরেই এ দাম কমে হবে ৪৪ হাজার ৬৭৩ টাকা।
সোমবার থেকে ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৯ হাজার ৫৯৯ টাকার পরিবর্তে ৩৮ হাজার ৪৯১ টাকায় বিক্রি হবে।
সোনার দাম ভরিতে ২২ ক্যারেটে এক হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ৫১৬ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে এক হাজার ১০৮ টাকা কমেছে।
সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের নতুন দাম হবে ২৬ হাজার ১১ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৭ হাজার ৫২৭ টাকা। এক্ষেত্রে দাম কমেছে এক হাজার ৫১৬ টাকা।
সোনার সঙ্গে রূপার (ক্যাডমিয়াম) দামও কমেছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম বর্তমানে এক হাজার ১০৮ টাকা। সোমবার থেকে এ দাম কমে হবে ৯৩৩ টাকা।