Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
779a2044খোলা বাজার২৪, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬: ২০১৬ সালের জন্য প্রদান করা হল এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার। গত ১২ নভেম্বর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রবীণ কথাশিল্পী হাসান আজিজুল হক এবং নবীন কথাসাহিত্যিক স্বকৃত নোমানের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতিত্ব করেন এই পুরস্কারের জন্য গঠিত বিচারকম-লীর সভাপতি এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান।

এ সময় বক্তব্য রাখেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম, হুমায়ূন-অনুজ মুহম্মদ জাফর ইকবাল এবং হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। পুরস্কার প্রসঙ্গে কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, সৈয়দ মনজুরুল ইসলাম, আবুল হাসনাত, পূরবী বসু গতবছরের পুরস্কার বিজয়ী সাদিয়া মাহ্জাবীন ইমামসহ এক্সিম ব্যাংকের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ এবং সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে ছিল হুমায়ূন আহমেদ রচিত ও তাঁর প্রিয় গানের একক পরিবেশনা। পরিবেশন করেন স্বনামধন্য কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী।
উল্লেখ্য, গত বছর প্রবর্তিত হয় ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’।