
এ সময় বক্তব্য রাখেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম, হুমায়ূন-অনুজ মুহম্মদ জাফর ইকবাল এবং হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। পুরস্কার প্রসঙ্গে কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, সৈয়দ মনজুরুল ইসলাম, আবুল হাসনাত, পূরবী বসু গতবছরের পুরস্কার বিজয়ী সাদিয়া মাহ্জাবীন ইমামসহ এক্সিম ব্যাংকের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ এবং সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে ছিল হুমায়ূন আহমেদ রচিত ও তাঁর প্রিয় গানের একক পরিবেশনা। পরিবেশন করেন স্বনামধন্য কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী।
উল্লেখ্য, গত বছর প্রবর্তিত হয় ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’।