Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

66খোলা বাজার২৪, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬:
আবারও ‘জঙ্গি’ বলা হলো হাশিম আমলাকে। এবারও এক অস্ট্রেলীয় এমন কা- করলেন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হোবার্টে চলছে সিরিজের দ্বিতীয় টেস্ট।

রোববার সিরিজের দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে যায়। কিন্তু মাঠে অনেক দর্শক উপস্থিত হন। এরমধ্যে এক দর্শক প্লাকার্ডে লিখে আনেন, ‘হাশিম আমলা টেরোরিস্ট’। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে তাকে চিহ্নিত করা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আগামী তিন বছরের জন্য ২৪ বছর বয়সী এ যুবককে সব মাঠে নিষিদ্ধ করেছে। তার বিরুদ্ধে পুলিশী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা।
ভবিষ্যতে এমন বর্ণবাদী মন্তব্য করলে যে কারও বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তারা জানিয়েছে। দক্ষিণ আফ্রিকার শশ্রƒম-িত এ মুসলিম ব্যাটসম্যানকে আগেও ‘জঙ্গি’ গালি শুনতে হয়েছে। ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় টেস্ট খেলছিল দক্ষিণ আফ্রিকা। তখন ধারাভাষ্যে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স। তিনি সবার সামনে ধারাভাষ্য দিতে গিয়ে আমলাকে ‘জঙ্গি’ বলে আখ্যা দেন। ওই ঘটনার পর সঙ্গে সঙ্গে জোন্সকে ধারাভাষ্যের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়। অন্যদিকে এ ব্যাপারে কোনো মন্তব্য করেন না আমলা।