Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:
প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর ৭৫তম জন্মদিন আজ। ১৯৪১ সালের এই দিনে তিনি ঝালকাঠির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
বর্ষীয়ান এই নেতার জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও তার শুভাকাক্সক্ষী, অনুসারী ও দলীয় নেতা-কর্মীরা সকাল থেকেই রাজধানীর ইস্কাটনের বাসভবনে তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। এ ছাড়া ঝালকাঠি সদর আসনে আমুর নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীরাও জন্মদিন উপলক্ষে কর্মসূচি নিয়েছে।
ষাটের দশকের ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা আমির হোসেন আমু। ১৯৬৫ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ এবং ১৯৬৮ সালে বরিশাল আইন মহাবিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
১৯৬৪ সালে আমির হোসেন আমু বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হন। ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হন ১৯৬৫ সালে। ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি বরিশাল সদর আসন থেকে জয়লাভ করেন।
১৯৭২ সালে আমু যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মনোনীত হন। ১৯৭৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান।
এছাড়াও বিভিন্ন সময়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন তিনি।