খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:
আদালত এলাকায় পুলিশের হেফাজত থেকে পালানো গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি আফসান রহমান ওরফে রুবেলকে আবার গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গত রোববার বিকেলে ঢাকার সিএমএম আদালত থেকে পালিয়ে যান রুবেল (২৬)।
গত শুক্রবার রুবেলকে গ্রেপ্তার করেছিল র্যাব-১। পরদিন তাঁকে বাড্ডা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল আসামিকে আদালতে নিয়ে যায়। সেখান থেকেই পালান রুবেল।
এই ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য এসআই ইমরান ও কনস্টেবল দীপককে সাময়িক বরখাস্ত করা হয়।