Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:
একটার পর একটা ম্যাচ হেরেই চলে বিপিএলে গতবারের চ্যাম্পিয়ান কুমিল্লা ভিক্টোরিয়ানস। মাশরাফি গতবার অবিশ্বাস্য জাদুতে যে দলকে চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছিলেন, সেই কুমিল্লা এবারের বিপিএলে ঢাকা পর্বের প্রথম পাট চুকিয়ে দিল একেবারে জয়ের মুখ না দেখে।

আজ নিঃসঙ্গ এক লড়াইয়ে যেন মাশরাফি একাই লড়লেন। সে লড়াই ব্যাটসম্যান মাশরাফির। তার ইনিংস সর্বোচ্চ ৪৭ রানের পরও কুমিল্লা ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে গেল ৩৩ রানে। ঢাকা পর্বের প্রথম পাট চুকিয়ে এবার চট্টগ্রাম।
ম্যাচ শেষে কুমিল্লার অধিনায়ক মাশরাফি এ প্রসঙ্গে বলেছেন, ‘ভাগ্য খুব গুরুত্বপূর্ণ। পরিকল্পনা অনুযায়ী ক্রিকেট খেলতে হবে। চট্টগ্রামে নতুন মাঠ, দেখা যাবে কি হয়। খুব কঠিন। তারপরও এখনও আটটি ম্যাচ বাকি। আশা করছি ছেলেরা ফিরে আসবে।’
ম্যাচ নিয়ে মাশরাফি বলেছেন, ‘এটা হতাশার। বোলিং বিভাগে আমরা ভালো করেনি। ব্যাটিংয়ে তো নই-ই। ছেলেদের বুঝতে কি ভুল করেছে। এখনও ৮টা ম্যাচ বাকি। অনেক কিছু করতে হবে। ভুলগুলো দ্রুত শুধরাতে হবে। তাহলেই কেবল জয়ে ফেরা সম্ভব।’