Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:72
সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলায় ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদি।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বদির আইনজীবী নাসরিন সিদ্দিকা লীনা।
মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিচারিক আদালত গত ২ নভেম্বর আবদুর রহমান বদিকে ৩ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন।
এই রায়ের বিরুদ্ধে নিদিষ্ট সময়ের মধ্যেই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করেন বদি।
নাসরিন সিদ্দিকী লীনা বলেন, এখন আপিল আবেদনটি শুনানির জন্য তারা অপেক্ষায় আছেন। শুনানিতে এমপি বদির জামিন আবেদন করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা সম্পদের তথ্য গোপনের অভিযোগে কক্সবাজার-৪ (উত্থিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।