Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬:
জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তিনি বলেছেন, যারা বিভেদ করবে, শৃংখলা মানবে না, তাদের দলে থাকার অধিকার নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সব ভেদাভেদ ভুলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন। নির্বাচনের জন্য প্রস্তৃতি গ্রহণ করুন।
বুধবার সকাল ১০টায় যশোর সার্কিট হাউসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছার জবাবে ওবায়দুল কাদের বলেন, ফুল দিয়ে নেতাদের খুশি করার প্রয়োজন নেই। এখন প্রয়োজন জনগণকে খুশি করা। জনগণকে খুশি করুন। জনগণের ভালবাসা অর্জন করতে হবে।
তিনি বলেন, নেতার জন্য যে ফুল এনেছেন তা শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালবাসার ফুল কোন দিন শুকিয়ে যাবে না।
এর আগে সকাল ৮ টা ১৫ মিনিটে যশোর বিমান বন্দরে পৌঁছালে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি যশোর সার্কিট হাউসে এসে পৌঁছান।
সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এরপর তিনি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১২টায় কুষ্টিয়া বাইপাস সড়ক পরিদর্শন ও বিকেল ৩টায় কুষ্টিয়া শহরের এনএস রোডের বক চত্ত্বরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন তিনি।