Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬:
বান্দরবানের বালাঘাটা এলাকায় উন্মুক্ত হওয়া অন্যতম পর্যটন কেন্দ্র স্বর্ণ মন্দিরের দৃশ্য।
বান্দরবানের অন্যতম আকর্ষণীয় ধর্মীয় স্থাপনা ও ভ্রমণপিপাসুদের দর্শনীয় স্থান স্বর্ণমন্দির উন্মুক্ত করা হয়েছে।

কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার ৯মাস পর বান্দরবানের বিখ্যাত বৌদ্ধ ধর্মালম্বীদের স্বর্ণমন্দিরে (বৌদ্ধ ধাতু জাদি) বুধবার পর্যটকদের জন্য দর্শনের লক্ষ্যে খুলে দেয়া হয়।
কর্তৃপক্ষ জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। নিরাপত্তা ও পবিত্রতা রক্ষাজনিত সমস্যার কারণে দীর্ঘ ৯মাস এই স্বর্ণ মন্দির সাধারণ দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।
বৌদ্ধ স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা জোত মহাথেরো উচহ্লা ভান্তে গত রোববার রাত সাড়ে ৯টায় বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধবিহারে কঠিন চীবরদান উৎসব শেষে এক মতবিনিময় সভায় আনুষ্ঠনিক ভাবে উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দেন।
জেলা শহরের অদুরে বালাঘাটা এলাকায় গড়ে উঠা বৌদ্ধ ধাতু জাদী (স্বর্ণমন্দির)বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি তীর্থস্থান হলেও পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়।
জেলার ১১টি পাহাড়ি জনগোষ্ঠীসহ ১৪টি সম্প্রদায়ের লোকজনের কাছেও এ বৌদ্ধ ধাতু স্বর্ণ মন্দির একটি পবিত্র স্থান। খুলে দেয়ার পর থেকেই স্বর্ণ মন্দিরে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটছে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন,অনাকাংখিত ঘটনার জের ধরে বৌদ্ধধর্মালম্বীদের ধর্মীয় এ প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় চলতি বছরের ২০ ফেব্র“য়ারি স্বর্ণমন্দির ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে দর্শনীয় স্থানটি খুলে দেয়া হয়েছে।