খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬:
কাউন্টি লিগ খেলতে গিয়ে কাঁধে চোট পেয়ে দীর্ঘ দিন ধরে মাঠের বাহিরে বাংলাদেশ পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। তবে তিনি এখন অনেকটা সুস্থতার পথে। হালকা-মাঝারি ধরনের ব্যায়ামও করছেন নেটে।
সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, ‘মুস্তাফিজুর রহমানের এমআরআই রিপোর্টে সন্তোষজনক।’
বলা যায়, এটি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য বড় ধরণের সুখবর।
গতকাল (মঙ্গলবার) সকালে মুস্তাফিজের কাঁধের এমআরআই করানো হয়। পরে তাঁর স্ক্যান রিপোর্টে ইতিবাচক ফল আসে। মুস্তাফিজের চোট ধীরে ধীরে সেরে উঠছে এমনটি উল্লেখ করে দেবাশীষ চৌধুরি বলেন, ‘স্ক্যানে ইতিবাচক ফল এসেছে। আমরা সন্তুষ্ট। কাঁদের চোট থেকে সেরে উঠছে ও।’
তবে চোট কাটিয়ে মাঠে ফিরলে মোস্তাফিজকে বোলিং অ্যাকশনে কোনো পরিবর্তন আনতে হবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি চিকিৎসক বলেন, ‘এটা আসলে টেকনিক্যাল বিষয়। তবে আমি মনে করছি, শতভাগ সুস্থ হওয়ার পর কিছুদিন সময় লাগবে এটা বুঝতে।’
এদিকে মুস্তাফিজকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে বলে জানান অ্যান্ড্রু ওয়ালেস। কিন্তু বিসিবির প্রধান চিকিৎসক মনে করছেন, সবকিছু ঠিক থাকলে মোস্তাফিজের সেরে উঠতে পুরো ছয় মাস লাগবে না। সেক্ষেত্রে আসছে নিউজিল্যান্ড সফর দিয়েই মাঠে ফিরতে পারেন মোস্তাফিজ।