খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬:
বাগেরহাট : বাগেরহাটের নারীর প্রতি সহিংসতা বিষয়ে স্থানীয় পর্যায়ে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী কনফারেন্স রুমে খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস)-এর উদ্দ্যোগে ‘হাসাব’ এর কারিগরি সহায়তায় ও মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ‘‘সামাজিকভাবে নিগৃহীত ও বিচ্ছিন্ন দরিদ্র জনগোষ্টীর মানবাধিকার পরিস্থিতির উন্নতিকরন (প্রিসেপ)” প্রকল্পের এর আওতায় স্থানিয় গনমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায়প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট শাহ্-আলম টুকু,বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার,সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মজনু,সাধারন সম্পাদক মোঃকামরুজ্জামান। সেক্্র ওয়ার্কার্স নেটওয়য়ার্ক বাংলাদেশের দপ্তর সম্পাদক নূরুন্নাহার রানুর সবাপতিত্বে মতবিনিময় সভায় প্রকল্পের কর্মকান্ড নিয়ে শুভেচ্ছা বক্তৃতা করেন হাসাবের প্রোগ্রাম অফিসার মোঃ মনিরুল ইসলাম, কেএমএসএস এর প্রকল্প কর্মকর্তা বিনয় কৃষ্ণ রানা,সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী,সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজিয়াবেগম,অধিকার সংঘের সহ-সভাপতি আমসা আক্তার ফাসেলিটর মনিরা আক্তার মনি প্রমুখ। বক্তারা বলেন, সামাজিকভাবে নিগৃহীত ও বিচ্ছিন্ন দরিদ্র জনগোষ্ঠীদের (যৌনকর্মী) আগের তুলনায় তাদের মানবাধিকার পরিস্থিতি উন্নতি হয়েছে। বাগেরহাটের যৌনকর্মীদের সামাজিক ভাবে তাদের সকল প্রকার সুযোগ-সুবিধা দিয়ে সব পেশার মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। বিচ্ছিন্ন এসব মানুষগুলোর প্রতি সরকারের পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠন গুলোকে নানা প্রশিক্ষনের মাধ্যমে সামাজিক ভাবে বসাবসের সুযোগ সৃষ্টি করতে হবে।