Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬: 53ডিমলা (নীলফামারী) : আজ বুধবার ১৬ নভেম্বর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিম্নমানের ভূট্টা বীজ হাতে পেয়ে ক্ষুদ্ধ শতশত কৃষক হতাশ হয়ে পড়েছে। এ বীজ জমিতে রোপন করে ফলন ভালো হবে না বলে ধারণা করে অবশেষে নিরুপায় হয়ে ডিমলা উপজেলা কৃষি অফিস ঘেরাও করে। এ সময় প্রায় ঘন্টাব্যাপি কৃষকদেরে কাছে অবরুদ্ধ থাকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: হুমায়ুন কবীর। জানা যায়, নীলফামারীর উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানী ৫টি ইউনিয়নের বন্যা ক্ষতিগ্রস্ত তিস্তার চরে বসবাসকারী কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি বীজ ভূট্টা ও সার দেওয়ার জন্য গত ২৯ সেপ্টেম্ব/১৬ তারিখে দরপত্র আহবান করা হয়। দরপত্র মোতাবেক আল এগ্রো সীডস ইন্টারন্যার ন্যাশনাল কোম্পানীর স্বত্বাধীকারী আফছার উদ্দিন আকন্দ এ ভুট্টা বীজ ও সার সরবরাহের অনুমতি পান।

ডিমলা উপজেলার সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে ২ কেজী ( ২ প্যাকেট) ভূট্টা বীজ, ২০ কেজী ডিএপি ও ১০কেজী এমওপি সার বিতরণ কালে কৃষকদের মাঝে নিম্নমানের ভুট্টাবীজ সরবরাহ করা হয়। বীজ হাতে পেয়ে কৃষকরা বুঝে ফেলে তাদের জমিতে এই ভুট্টা বীজ রোপন করলে ফলন ভালো হবে না। বীজগুলি একেবারেই নিম্নমানের। ফলে এসব নিম্নমানের ভুট্টাবীজ নিতে অস্বীকৃতি জানিয়ে কুষি অফিস ঘেরাও করে বীজ ফিরত নিতে উপজেলা কৃষি অফিসারের নিকট আবেদন জানান। কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর অস্বীকৃতি জানিয়ে বলেন, আমি তো একা এই বীজ ফেরত নিতে পারবো না । এ জন্য একটি কমিটি আছে। কমিটি সিন্ধান্ত নিবে এসব বীজের ব্যাপারে কি করতে হবে। তবে তিনি আরো জানান,বীজগুলি নিয়ে জমিতে রোপন করুন। যদি ফলন ভালো না হয় তাহলে এর ক্ষতিপূরন কোম্পানী দিবে। তাছাড়া এসব বীজের অর্থ আমরা এখনও পরিশোধ করিনি। ঠিকাদারী প্রতিষ্ঠান এখনও আমাদের কাছে ধরাই আছে। তবে সিডিউল অনুযায়ী দেখা যায়, আমদানীকৃত এফওয়ান সিঙ্গেল ক্রস হাইব্রিড ভূট্টার বীজ সরবরাহ করতে হবে। যা ডিমলা উপজেলার কৃষিকদের নিকট জনপ্রিয় ভুট্টা জাতসমূহ।

সিডিউলে ১১ নং শর্তে বলা হয়েছে আমদানীকৃত এফ ওয়ান সিঙ্গেল ক্রস হাইব্রিড অত্র এলাকার আবহাওয়া ও চাষীদের গ্রহণযোগ্য রয়েছে এমন জাতের ভুট্টাবীজ সরবরাহ করতে হবে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানটি এসব শর্ত ভঙ্গ করে আলফা সিড ইন্টান্যাশনাল কোম্পানীর বাজারের একেবারেই নিম্নমানের ভূট্টাবীজ সরবরাহ করেন। আর এসব নিম্নমানের বীজ হাতে পেয়ে কৃষক হতাশ হয়ে পড়েন। ফলে ডিমলা উপজেলা পরিষদ চত্তরে শতশত কৃষক নিম্নমানের ভূট্টার বীজগুলি হাতে নিয়ে বিক্ষোভ করতে থাকেন। নিম্নমানের বীজ হাতে মোঃ দুলাল হোসেন,ইয়াকুব আলী, মোতালেব, আঃ করিম, বেলাল হোসেন, এরশাদ আলী, রফিক উদ্দিন, আঃ রউফসহ শতশত কৃষক বিক্ষোভে ফেটে পড়েন। ঘেরাও করে ফেলেন উপজেরা কৃষি অফিস। প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকেন কৃষি কর্মকর্তা। পরে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতে বিক্ষোভকারী কৃষকরা নমনীয় হয়ে পড়েন। পড়ে তাদেরকে উপজেলা বৃষি সম্প্রসারন অফিসার তপন কুমার রায় ও উপজেলা কৃষি কর্তকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ূন কবীর বিষয়গুলি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে কৃষকদের প্রতিশ্রুতি প্রদান করেন।