খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, হামলা ও মন্দিরে ভাঙচুর করার ঘটনায় আওয়ামী লীগের জড়িত থাকার আভাস পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, এ ঘটনার তদন্ত হচ্ছে। এখনো তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি।
আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে যারাই দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনাকে একটি বিশেষ মহলের গভীর ষড়যন্ত্রের অংশ বলেও মনে করেন তিনি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সাঁওতালদের মধ্যে কেউ যদি গৃহহীন থাকে, তবে তাদের পুনর্বাসন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। কোথায় পুনর্বাসন করা হবে, তা জানতে চাইলে মন্ত্রী জানান, সেটি এখনো নির্ধারণ করা হয়নি। তবে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় তাঁদের পুনর্বাসন করা হবে।
এ বছর বিজয় দিবসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো হুমকি নেই বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। তাই এবার বিজয় দিবস সাড়ম্বরভাবে ও নির্বিঘেœ পালিত হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশা ব্যক্ত করেন।