খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬:
দেশের পরিবেশবান্ধব শিল্প কারখানা স্থাপন ও ব্যবসা বাড়াতে সরকারের কাছে চার শতাংশ সুদে ঋণ চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)।
মঙ্গলবার বিকেলে রাজধানীর এফবিসিসিআই ভবনে ‘উদোক্তাদের জন্য পরিবেশবান্ধব বিনিয়োগের সুযোগ ও প্রতিবন্ধকতা’ শীর্ষক এক সেমিনারে এ দাবি জানান সংগঠনের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।
এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের শিল্প করখানাগুলোকে পরিবেশবান্ধব করতে সরকারের গ্রিন ফান্ডের মাধ্যমে সহায়তা করা হচ্ছে। দেশের পরিবেশের স্বার্থে এ অর্থ সহায়তা আরো বাড়ানো দরকার। এ সহায়তা বাড়ালে পরিবেশ দূষণের হাত থেকে দেশ বাঁচবে। অন্যথায় প্রতিনিয়ত যেভাবে কারখানার মাধ্যমে পরিবেশ দূষিত হচ্ছে তাতে করে পরিবেশ আরো বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
মাতলুব আহমাদ আরো বলেন, টেকসই ব্যবসায়িক উন্নয়ন, বিশ্বকে বসবাসের উপযোগী করা এবং মানবিকতা উন্নয়নে পরিবেশবান্ধব বিনিয়োগের বাড়ানোর কোনো বিকল্প নেই।
মাতলুব আহমাদ সরকারের কাছে কিছু প্রস্তাবনা তুলে ধরে বলেন, যারা পরিবেশবান্ধব শিল্প করখানাগুলো করছে তাদের সনদ দিতে হবে। চার শতাংশ সুদে ঋণ পাশাপাশি মূলধনী যন্ত্রাংশ আমদানিতে ট্যাক্স ফ্রি দিতে হবে। তবে এর আগে প্রয়োজন সরকারি পলিসি সাপোর্ট।
সেমিনারে গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশেরর চেয়ারম্যান ড. মো. আব্দুল মজিদ বলেন, পরিবেশবান্ধব শিল্পায়নে আমাদের সম্পদ সীমিত। এ ছাড়া এ সম্পর্কে তেমন কোনো ধরণা নেই। তাই এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে পাশাপাশি তা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সরবারহ করতে হবে।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশের সিইও লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক ড. এ কে এম সাইফুল মজিদ প্রমুখ।