Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
15057915_899374850163398_799037573_nখোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬: পিরোজপুরের নাজিরপুরে মুক্তাস্মৃতি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার নাজিরপুর সদর উপজেলায় এ কমিটি ঘোষণা করা হয়। মুক্তা স্মৃতি পরিষদের কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান আহম্মেদ সজিবের সাক্ষরিত নাজিরপুর উপজেলা শাখায় হাফিজুর রহমান লায়েক কে আহ্বায়ক, রাসেল সিকদারকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং মাহামুদুল্লাহ হাসান লিমনকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দেয়া হয়। এ বিষয়ে কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল জানান মীর মেজবাহ উদ্দিন মুক্তার স্মৃতিকে ধরে রাখার জন্যই এ মুক্তা স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে। কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান আহম্মেদ সজিব জানান মীর মেজবাহ উদ্দিন মুক্তা ছিলেন সময়ের সাহসী সন্তান তার স্মৃতিকে ধরে রাখতে মুক্তা স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে। জেলার সকল উপজেলায় এ স্মৃতি পরিষদের কমিটি গঠন করা হবে।