খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬:
আলোচনার তুঙ্গে আছেন। তাকে নিয়ে এখন আগ্রহের শেষ নেই। জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না পারফরম করেও। এই অবস্থায় গত সোমবার ঢাকা ডিনামাইটসের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন। সেখানে প্রসঙ্গক্রমে এলো নিজেকে প্রমাণ করার প্রসঙ্গও নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন কি না?
প্রতিটা ম্যাচই আসলে গুরুত্বপূর্ণ। নিজেকে প্রমাণ করার কিছু নেই। আমি তো আর বাচ্চা নই যে নিজেকে প্রমাণ করতে হবে! আমার কাজ হচ্ছে রান করা ম্যাচ জেতানো এটাই।
হোম টিমের সঙ্গে ম্যাচ, প্রিপারেশন কেমন? প্ল্যানিংটা কী?
হোম টিমের সঙ্গে খেলা, বিষয়টাকে আমরা ওভাবে দেখছি না। চিটাগংয়ের সঙ্গে খেলা। এটা আরও একটা ম্যাচ। প্রিপারেশন ভাল। আর প্ল্যান জানলেও বলতে পারছি না।
এক নম্বরে আছেন। চিটাগংয়ের অবস্থা অতোটা ভাল নয়। ওরা এখানে ভালো করতে চাইবে। এ বিষয়টাকে কিভাবে দেখছেন?
আমরা এক নম্বরে আছি। এই স্থানটা ধরে রাখতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে এক নম্বরেই নিজেদের ধরে রাখা।
নতুন স্থানে ব্যাটিং করে কেমন লাগছে? এটা কী আগের চেয়ে ভালো মনে হচ্চে?
অবশ্যই ভাল লাগছে। রান যেখানেই করেন না কেন, ভাল লাগবেই। এগার নম্বরে করলেও ভালো লাগে। গত দুই ম্যাচে আমি তিন নম্বরে ব্যাটিং করেছি। রানও পেয়েছি। এটাই আমার জন্য ঠিক আছে।আমার কাজ হচ্ছে রান করা ম্যাচ জেতানো এটাই: নাসির
বাংলাদেশ নিউজ২৪ : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬
আলোচনার তুঙ্গে আছেন। তাকে নিয়ে এখন আগ্রহের শেষ নেই। জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না পারফরম করেও। এই অবস্থায় গত সোমবার ঢাকা ডিনামাইটসের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন। সেখানে প্রসঙ্গক্রমে এলো নিজেকে প্রমাণ করার প্রসঙ্গও নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন কি না?
প্রতিটা ম্যাচই আসলে গুরুত্বপূর্ণ। নিজেকে প্রমাণ করার কিছু নেই। আমি তো আর বাচ্চা নই যে নিজেকে প্রমাণ করতে হবে! আমার কাজ হচ্ছে রান করা ম্যাচ জেতানো এটাই।
হোম টিমের সঙ্গে ম্যাচ, প্রিপারেশন কেমন? প্ল্যানিংটা কী?
হোম টিমের সঙ্গে খেলা, বিষয়টাকে আমরা ওভাবে দেখছি না। চিটাগংয়ের সঙ্গে খেলা। এটা আরও একটা ম্যাচ। প্রিপারেশন ভাল। আর প্ল্যান জানলেও বলতে পারছি না।
এক নম্বরে আছেন। চিটাগংয়ের অবস্থা অতোটা ভাল নয়। ওরা এখানে ভালো করতে চাইবে। এ বিষয়টাকে কিভাবে দেখছেন?
আমরা এক নম্বরে আছি। এই স্থানটা ধরে রাখতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে এক নম্বরেই নিজেদের ধরে রাখা।
নতুন স্থানে ব্যাটিং করে কেমন লাগছে? এটা কী আগের চেয়ে ভালো মনে হচ্চে?
অবশ্যই ভাল লাগছে। রান যেখানেই করেন না কেন, ভাল লাগবেই। এগার নম্বরে করলেও ভালো লাগে। গত দুই ম্যাচে আমি তিন নম্বরে ব্যাটিং করেছি। রানও পেয়েছি। এটাই আমার জন্য ঠিক আছে।