Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
15058523_1198080350273016_389393165_nখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬:  রাষ্ট্র ধর্ম ইসলাম সম্পর্কে ড. আবদুর রাজ্জাকের বক্তব্যকে উস্কানিমূলক হিসেবে আখ্যায়িত করেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহসচিব এম.এম আমিনুর রহমান । রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে ড. রাজ্জাকের অযৌক্তিক বক্তব্যের প্রতিবাদে আজ সকালে ১০টা পল্টনস্থ দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত এক সভায় এসব কথা বলেন। কল্যাণ পার্টির ঢাকা নগর সভাপতি জনাব আলী হোসেন ফরায়েজী সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কল্যাণ পার্টি আর্ন্তজাতিক বিষযক সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক এরশাদুর রহমান, দপ্তর সম্পাদক আল আমিন ভুইয়া রিপন, নগর যুব বিষয়ক সম্পাদক মুসা মিয়া মজুমদার, ছাত্র কল্যাণ এর সাধারন সম্পাদক শেখ এনামূল হাসান তানিম প্রমুখ। এম.এম আমিনুর রহমান আরো বলেন, সংবিধান একটি দেশের রাজনৈতিক দর্শনের প্রতিফলন।মানুষের চিন্তা-চেতনা রুপায়ণ। সংখ্যাগরিষ্ঠ জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও সাংস্কৃতিক স্বাতন্ত্রের প্রতিফলন ঘটিয়ে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন করা হয়। পৃথিবীর সব দেশেই সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনাকে গুরুত্ব দেয়া হয়। এটাই গণতন্ত্রের কথা। মুসলিম জনসংখ্যা অধ্যুসিত বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার চিন্তা-ভাবনাকে অনভিপ্রেত হিসেবে অভিহিত করে বলেন, ধর্মনিরপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশে ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃত। আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই,কমোরস, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, কাতার সোমালিয়া তিউনিসিয়াসহ ৪৬টি মুসলিম দেশে ইসলাম রাষ্ট্রধর্ম।