খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু তারা কোনো দিন গণতন্ত্রের চর্চা করে না। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে অরাজকতা ও নাশকতা বাড়তে থাকে। তারা গোটা জাতিকে ভয় ও ত্রাসের মধ্য দিয়ে দাবিয়ে রাখতে চায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার একই কাজ করেছিল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ, শরিফুল ইসলাম শরিফ, তারিক আদনান প্রমুখ। পরে তিনি ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।