খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬: আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার ২০ দলীয় জোটের শীর্ষ নেতা এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মর্ত্তুজা, প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে বলেন, সরকার বারবার আগুন নিয়ে খেলছে। একের পর এক নির্যাতন ও জুলুমের ঘটনা ঘটাচ্ছে আর নতুন ইস্যু সৃষ্টি করছে। যেখানে নাসিরনগরে মন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা দেশ উত্তাল, স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বহিস্কার, সেখানে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি’র নেতাদের গ্রেফতার করা হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, নাসিরনগর ও সাঁওতাল উচ্ছেদের ঘটনাকে আড়াল করার জন্যই বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার কারণে কোনো কার্যকরী সিদ্ধান্ত নিতে পারছে না। আর এ কারণেই বিরোধী দলের উপর দমন নিপীড়নের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ১৫ আগস্ট জন্মদিনকে নিয়ে সরকারের মাতামাতিও কম দেখা যায়নি। সর্বশেষ তাঁকে গ্রেফতারি পরোয়ানা জারি করে প্রতিহিংসার রাজনীতির নগ্ন বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অবিলম্বে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার সহ তাঁর বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে বলেনÑ এখনও সময় আছে, ধ্বংসাত্মক কর্মকা- ছেড়ে দিয়ে গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করুন। আর সামনে নির্বাচন সকল দলকে নিয়ে কীভাবে অংশগ্রহণ করা যায় সে বিষয়ে পরামর্শ করুন। অগণতান্ত্রিক পথে হেঁটে দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এনডিপি’র শ্রদ্ধা ১৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মর্ত্তুজা, প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা’র নেতৃত্বে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এনডিপি’র যুগ্ম মহাসচিব শামসুল আলম, শ্রম বিষয়ক সম্পাদক মো. আলম হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. লোকমান হোসেনসহ প্রমুখ। নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে বলেন, গণতন্ত্রহীন বাংলাদেশে মওলানা ভাসানী’র দেখানো পথ ছাড়া গণতন্ত্রের মুক্তি নেই। নেতৃবৃন্দ আরো বলেন, নির্লোভ, দেশপ্রেমিক, নেতাদের নেতা, জাতীয় নেতা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ৯৬ বছর বয়সেও জীবনের শেষ মুহূর্তে জনগণের জন্য শ্রমিক-মেহনতি-কৃষকের জন্য লড়াই সংগ্রাম করেছিলেন। তিনি কখনো ক্ষমতায় যাওয়ার জন্য সংগ্রাম করেননি। যে মহান মানুষটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ভাসানী নভোথিয়েটার নাম পরিবর্তন করে তার শীষ্যের নামে নামকরণ করে রাজনীতিতে নিজেরা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। মওলানা ভাসানীকে যারা ছোট করছে, ইতিহাসের পাতা একদিন তাদের কোনো অস্তিত্ব থাকবে না। নেতৃবৃন্দ মওলানা ভাসানী’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর আদর্শে সকলকে উজ্জীবিত হয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধারের পথে এগিয়ে চলতে সকলকে আহ্বান জানান।