Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬:63
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাব্বির আহমেদ এবারের বিপিএলে ১২২ রানের ইনিংস খেলে রেকর্ড করেছেন। এরপর থেকেই প্রসংশায় ভাসছেন সাব্বির। এবার তাকে বড় একটা সার্টিফিকেট দিয়ে দিলেন বিপিএলে তার দল রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।

বরিশাল বুলসের বিপক্ষে সাব্বিরের ইনিংস সম্পর্কে বলতে গিয়ে স্যামি সরাসরি বলে দিলেন, ‘সাব্বির একজন দুর্দান্ত ক্রিকেটার। গত ম্যাচে তার সেঞ্চুরিটা আমার দেখা অন্যতম টি-২০ ইনিংস। সে যদি তার ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে আমার দলের সফলতার জন্য তা হবে বড় কিছু।’
বৃহস্পতিবার দুপুরে জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুশীলন করতে আসে স্যামির দল রাজশাহী কিংস। অনুশীলন শুরুর আগেই সংবাদ মাধ্যমে মুখোমুখি হন দলীয় ক্যাপ্টেন ড্যারেন স্যামি।
শুরুতেই দলে নিউজিল্যান্ড অলরাউন্ড জেমস ফ্রাঙ্কলিন ‍যুক্ত হওয়ায় দলের শক্তি বেড়েছে বলেও জানান তিনি। ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বজয়ী অধিনায়ক বলেন, ‘জেমস ফ্রাঙ্কলিন অনেক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। তার অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে।’
জয়ের দ্বারপ্রান্তে গিয়েও কয়েকটা ম্যাচ হেরেছে রাজশাহী কিংস। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা কিছু ক্লোজড ম্যাচ হেরেছি। আমরা কিন্তু ২০ রানে ম্যাচ হারিনি। হেরেছি মাত্র ৩-৪ রানে। উইকেটে সেট ব্যাটসম্যানরা এই ম্যাচগুলো শেষ করে দিয়ে আসতে পারতো। কিন্তু তা হয়নি। পাশাপাশি আমরা পরিস্থিতি অনুযায়ী খেলতে পারিনি। কখনও কখনও আমাদের এক-দু রান করে নিলেই হতো, সেখানে আমরা বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেছি। যা পরবর্তী ব্যাটসম্যানদের জন্য চাপ হয়ে দাঁড়ায়। তবে সিনিয়ররা দায়িত্ব নিয়ে খেললে পরবর্তী ম্যাচগুলোতে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো।’
তিনি বলেন, ‘চট্টগ্রাম ভাইংকিসের এটি ঘরের মাঠ। তাই তারা দর্শকদের বাড়তি সুবিধা পেতে পারে। তবে আমরা আমাদের মতো করে খেললে এই ম্যাচ জেতাও কঠিন হবে না।’
এবারের বিপিএলের একমাত্র বিদেশি অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি বলেন, ‘স্থানীয় ক্রিকেটাররা সবাই অনেক ভালো। তারা প্রতিপক্ষের ব্যাটসম্যান-বোলারদের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে সবসময়। এটা আমার জন্য বাড়তি সুবিধা। তাদের কল্যাণে আমি নির্ভার থাকতে পারি।’