Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬: 33
গত সপ্তাহের (১৩-১৭ নভেম্বর) লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স, শরীয়াহ সূচক ও ডিএসই-৩০ সূচকে উত্থান হয়েছে। এ ছাড়া আর্থিক লেনদেন ও অধিকাংশ কোম্পানির দর বেড়েছে। তবে কমে গেছে বাজার মূলধন। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.৪১ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ বেড়েছে। আর ডিএসইএক্স শরিয়াহ সূচক ০.২২ পয়েন্ট বা ০.০২ শতাংশ ও ডিএসই ৩০ সূচক ০.৩০ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়েছে।
এছাড়া ডিএসইতে সপ্তাহে মোট ৩ হাজার ৯০ কোটি ৬৪ লাখ টাকা লেনদেন হয়েছে। দৈনিক হিসাবে গড় লেনদেন হয়েছে ৬১৮ কোটি ১৩ লাখ টাকা। আগের সপ্তাহে ২ হাজার ৯৪৭ কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়েছিল। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪.৮৭ শতাংশ।
গত সপ্তাহে মোট লেনদেনের ৮৯.১৯ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ০.৮৯ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৭.৭৯ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ২.১২ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে হয়েছে।
সপ্তাহের শুরুতে ডিএসই’র বাজার মূলধন ছিল ৩ লাখ ২৮ হাজার ৫৪১ কোটি টাকা। সপ্তাহের শেষে তা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার ৪৮৯ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহশেষে বাজার মূলধন কমেছে ০.০২ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টি কোম্পানির, কমেছে ১৫১টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।
গত সপ্তাহে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমসের শেয়ার। এ সময় কোম্পানির ১২৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা শাশা ডেনিমসের লেনদেন হয়েছে ৯৮ কোটি ৬৯ লাখ টাকার, যা সপ্তাহের মোট লেনদেনের ৩.১৯ শতাংশ। ৮৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- কাশেম ড্রাইসেল, গোল্ডেন হার্ভেষ্ট অ্যাগ্রো ইন্ডাষ্ট্রিজ, কনফিডেন্স সিমেন্ট, ন্যাশনাল টিউবস, ডরিন পাওয়ার জেনারেশন, ইষ্টার্ন হাউজিং ও পাওয়ার গ্রিড।