খোলা বাজার২৪, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬: ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেছে। আজ শনিবার ভোরে ডাশার থানার মোস্তফাপুরের পান্তাপাড়া তাঁতিব্রিজের এ ঘটনা ঘটে। এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আছে অন্তত ১০ জন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে তাঁতিব্রিজ পার হওয়ার সময় বাসটি পানিতে পড়ে যায়। এরপর ৮-১০ জন যাত্রীক বের হতে সক্ষম হলেও অন্য যাত্রীদের এখনও খোঁজ পাওয়া যায়নি। বাসটিতে ৩১ জন যাত্রী ছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলসহ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধারকাজ করছে।
বাসের ভেতরে কতজন যাত্রী রয়েছে তা এই মুহূর্তে নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে। বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে।