Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬: ঝিনাইদহে শীতকালীন সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষীরা। ইতোমধ্যে অনেকেই বিক্রি করেছেন ক্ষেতের সবজি, দামও পেয়েছেন ভাল। কৃষি বিভাগের নানা সহযোগীতার কারনেই চাষীরা ফলন ভাল পাচ্ছেন বলে দাবি কৃষি বিভাগের।

খরচের তুলনায় লাভ অনেক বেশী, তাইতো ঝিনাইদহে জনপ্রিয় হয়ে উঠেছে আগাম শীতকালীন সবজি চাষ। কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে জেলায় শীতকালীন সবজি আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ১১ হাজার হেক্টর জমিতে। ইতোমধ্যেই আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে ৩৫ ভাগ জমিতে।বাজারগুলোতেও উঠতে শুরু করেছে এসব সবজি।

জেলার বিভিন্ন এলাকার মাঠে তাকালেই চোখে পড়বে বাধাকপি, ফুলকপি, লাউ, শিম সহ বিভিন্ন রকমের আগাম শীতকালীন সবজি।আসছে শীত মৌসুম, তাইতো দমফেলার ফুরসত নেই চাষীদের। চাষীরা ব্যস্ত ক্ষেত থেকে আগাছা পরিষ্কার, পোকামকড় দমনে। এখন ভাল করে পরিচর্যা করা গেলে সবজির ভাল ফলন মিলবে তাইতো কালীগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামের চাষী শাহজান আলী জানান, ব্যস্ত আছি ক্ষেত পরিচর্যার কাজে ।

কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের চাষী বাপ্পারাজ বলেন, বিঘা প্রতি সবজি চাষে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা, আর ফলন ভাল হলে লাভ দিগুনেরও বেশী।ইতোমধ্যেই আগাম শীতকালীন সবজি বিক্রি করে ভাল লাভ পেয়েছি। অনেকে লাভের টাকা দিয়ে পুনরায় সবজি চাষ করেছেন বলে জানান।

কৃষকদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগীতা করার কারনেই জনপ্রিয় হয়ে উঠছে সবজি চাষ, চাষীরা লাভও ভাল পাচ্ছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা।

ঝিনাইদহ জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তর প্রশিক্ষণ কর্মকর্তা নাজমুল আহসান জানান, অব্যাহতভাবে এমন লাভ পেলে আগামীতে জেলায় সবজির চাষ আরো বাড়বে বলে দাবি সংশ্লিষ্টদের।