Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬:8
যশোর সদর উপজেলায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির পর একজনের লাশ উদ্ধার করার খবর দিয়েছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর বলে জানালেও পুলিশ তার নাম-ঠিকানা বলতে পারেনি। কোতোয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলছেন, শুক্রবার মধ্যরাতে দৌলতদিহি এলাকায় মোবাইল ফোন টাওয়ারের উত্তর পাশে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর আসে।

রাত পৌনে ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, রাত ৩টা ৮ মিনিটে কোতোয়ালি থানার এসআই শহিদুল ইসলাম অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ নিয়ে আসেন। তার মাথার পেছন দিকে একটি গুলি লেগেছে।
হাসপাতালে আনার কমপক্ষে আধঘণ্টা আগে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস। বৃহস্পতিবার রাতেও যশোরে দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে একজনের মৃত্যুর খবর দিয়েছিল পুলিশ।