খোলা বাজার২৪, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬:
পঞ্চম ম্যাচেও জয়ের দেখা মিলল না। শুক্রবার রংপুর রাইডার্সের বিপক্ষে নয় উইকেটের ব্যবধানের হার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আরো নিচে নামিয়ে দিয়েছে। অভ্যন্তরীণ সমস্যা আর ‘কম্বিনেশন’ তো বটেই, এমন হারের জন্য টিম মিটিংয়ে কৈফিয়ত চাইবেন বলে জানালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
দিনের প্রথম ম্যাচে যেখানে ১৯১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও জয় নিয়ে দুশ্চিন্তায় ছিলো চিটাগং ভাইকিংস, সেখানে ওই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামেই কুমিল্লার পুঁজি ১২২ রান! হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলে বসলেন, ‘টেস্ট ক্রিকেটের মতো ব্যাট করেছে দল’।
এক ম্যাচ নয়, দুই ম্যাচ নয়; টানা পাঁচ ম্যাচ। কে বলবে এই দলটিই গেলবারের শিরোপা জিতেছে! এমন অবস্থায় হারের ব্যবচ্ছেদ করতেই হচ্ছে মাশরাফিকে। একই সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এমন হারের ব্যাখ্যা চাইবেন প্রত্যেকটি ক্রিকেটারের কাছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তিনবারের শিরোপাজয়ী অধিনায়ক বলেন, ‘কথা আমাদের বলতেই হবে। বোলিং করার সময় কথা বলতে পারিনি। আসলে কি হয়েছিলো, সেটা জানতে চাওয়ার ব্যাপার আছে। টিম মিটিংয়ে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হবে। তাদের (ব্যাটসম্যান) কাছে জানতে চাওয়া হবে কি সমস্যা হচ্ছিলো এই উইকেটে।’
পিছনে তাকিয়ে লাভ নেই। মাশরাফির চোখ এখনও সামনের দিকেই। কিন্তু এই অবস্থা থেকে উত্তরণের পথ কি জানা আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়কের? খুঁজে ফিরলেন সেটাই।
বললেন, ‘অন্যদলগুলো যদি ৮০ ভাগ করে, আমাদের ১১০ ভাগ হার্ডওয়ার্ক করতে হবে। এই বার্তাটা ছিলোই। পরের ম্যাচেও থাকবে। আপনিতো বার্তা দিয়ে খেলা চেঞ্জ করতে পারবেন না। মাঠের পারফরম্যান্সেই খেলা চেঞ্জ করতে হবে। আমার কাছে মনে হয় সবকিছুর মূলে ‘ল্যাক অব কনফিডেন্স’। এই জিনিসটা আমাদের সরাতে হবে।’