Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬: 57 বাগেরহাটের ফকিরহাটে উন্মুক্ত জলাশয় থেকে মাসব্যাপী মাছ ধরা শুরু হয়েছে। শনিবার সকালে ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের গোদাড়াসহ বিভিন্ন জলাশয় থেকে মৎস্যজীবীরা আনুষ্ঠানিকভাবে রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছ আহরণ শুরু করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইফতেখারুল আলম বলেন, গত জুন মাসে সরকারিভাবে উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। জলাশয়ের আশপাশের এলাকাবাসী ও নিবন্ধিত মৎস্যজীবীরা উপকারভোগী হিসাবে চার মাস পরে এই মাছ আহরণ করছে। এতে তারা নিজেদের আমিষের চাহিদা পূরণ করার পাশাপাশি মাছ বিক্রি করে লাভবান হবেন।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাস বলেন, সরকারি রেকর্ডভূক্ত খাল ও জলাশয়গুলো প্রভাবশালীদের দখলমুক্ত করে মাছের পোনা অবমুক্ত করা হয়।
ফকিরহাট উপজেলার ১২টি উন্মুক্ত জলাশয় থেকে প্রায় পাঁচ সহা¯্রাধিক উপকারভোগী ও জেলেরা মাছ আহরণ করতে পারবে।